প্রতিবেদন : ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। সেদিন রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে সেই মিছিলে পা মেলাবেন হাজার-হাজার মহিলা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ছাড়াই হবে মিছিল। নারীদিবস এবার ৫০ বছরে পড়ল। সেই উপলক্ষে এবারের থিম ‘নারীদিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’।
আরও পড়ুন-পুরুলিয়ার কাছে টাটানগর-বক্সার এক্সপ্রেসে আগুন, আতঙ্কে ঝাঁপ
এই মিছিলের মধ্যে দিয়ে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতিকে। থাকবে বাউল-সহ একাধিক লোকসংস্কৃতির প্রতিনিধিত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এ-রাজ্যে নারীরা সবসময় এগিয়ে রয়েছেন। দল হিসেবে তৃণমূল কংগ্রেস মহিলাদের সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। তাঁদের প্রথম সারিতে এনেছে। তৃণমূলই একমাত্র দল, যাদের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে। লোকসভায় প্রায় ৩৯ শতাংশ। এছাড়াও রাজ্য মন্ত্রিসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও মহিলাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এ রাজ্যে একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্প যা অন্য কোনও রাজ্যে নেই। তাই তাঁর অবদানকে মাথায় রেখেই এবারের থিম করা হয়েছে ‘নারী দিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’। কারণ তাঁর মতো করে মহিলাদের কথা আর কখনও কেউ ভাবেননি।