প্রতিবেদন: কঙ্গনা রানওয়াতকে চড় মারার ঘটনায় অভিযুক্ত কনস্টেবল কুলবিন্দর কাউরের সমর্থনে পাঞ্জাবে পথে নামলেন আন্দোলনকারী কৃষকরা। রবিবার এক বিশাল মিছিল বের হয় মোহালিতে। মিছিলের ডাক দিয়েছিল কৃষি আন্দোলনকারীদের অরাজনৈতিক সংগঠন সংযুক্ত কিষান মোর্চা এবং কিসান মজদুর মোর্চা। শুরু হয় গুরদোয়ারা আম্ব সাহিব থেকে। মিছিলে দাবি ওঠে, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। অভিযুক্ত কুলবিন্দর যাতে কোনও অবিচারের শিকার না হন।
আরও পড়ুন-তৃণমূলনেত্রীর দেখানো পথেই এবার শপথ বয়কটে ইন্ডিয়ার শরিকরাও
পাঞ্জাবের মানুষের প্রতি বিজেপি সাংসদ কঙ্গনা রানওয়াতের অপমানজনক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন মিছিলের উদ্যোক্তারা। উল্লেখ্য, চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার অভিযোগে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে সিআইএস এফের মহিলা কনস্টেবল কাউরের বিরুদ্ধে। গ্রেফতারও করা হয়েছে তাঁকে। মোহালি থানায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। কোর্ট অফ এনকোয়ারি শুরু করেছে সিআইএসএফ। কঙ্গনাকে চড় মারার কারণ হিসেবে অভিযুক্ত কাউর বলেছেন, কঙ্গনা মন্তব্য করেছিলেন, দিল্লিতে কৃষকরা আন্দোলন করছেন মাত্র ১০০ টাকা বা ২০০ টাকার বিনিময়ে। ওই সময়ে আমার মা-ও অংশ নিয়েছিলেন আন্দোলনে। সেই থেকেই আমার ক্ষোভ জমা হয়েছিল কঙ্গনার বিরুদ্ধে। এদিকে বলিউড তারকারা তাঁর সমর্থনে সেভাবে এগিয়ে না আসায় ক্ষোভপ্রকাশ করেছেন কঙ্গনা।