দিল্লি বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা উদ্ধার

সন্দেহ হওয়ার পর কর্তব্যরত কাস্টমস অফিসাররা যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্রের এক্স-রে এবং লাগেজ তল্লাশির জন্য গ্রিন চ্যানেলে নিয়ে যান

Must read

রবিবার শুল্ক বিভাগ তরফে জানা গিয়েছে দিল্লি (Delhi airport) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। এক্স এর একটি পোস্টে বলা হয়েছে যে, ২১শে আগস্ট ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরের টার্মিনাল ৩-এ পৌঁছানোর পর “একজন ভারতীয়” কে আটক করা হয়েছিল। সন্দেহ হওয়ার পর কর্তব্যরত কাস্টমস অফিসাররা যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্রের এক্স-রে এবং লাগেজ তল্লাশির জন্য গ্রিন চ্যানেলে নিয়ে যান।

আরও পড়ুন-ভাইরাল হওয়ার নেশা! বাইক নিয়ে ওডিশার রাস্তায় স্টান্ট দেখিয়ে বিপাকে ‘স্পাইডারম্যান’

পোস্টটিতে বলা হয়েছে ওই ব্যক্তির নীল এবং গাঢ় ধূসর রঙের ট্রলি ব্যাগ পরীক্ষা করার পর গাঁজা আছে বলে সন্দেহ করা হয়। তল্লাশি করতেই সেখান থেকে সবুজ রঙের মাদকদ্রব্য ভরা পঁচিশটি কালো রঙের পলিথিন প্যাকেট পাওয়া গেছে, যার মোট ওজন ২৪৮১৪ গ্রাম। ফরেনসিক পরীক্ষা করা হলে প্রাথমিকভাবে এটি গাঁজা বলে মনে করা হচ্ছে। কাস্টমস এই বিষয়ে জানিয়েছে যে, এই পদার্থের মূল্য আনুমানিক ২৪.৮ কোটি টাকা। অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ না করে বলা হয়েছে, ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টির এখন তদন্ত প্রক্রিয়াধীন।

Latest article