দিঘার গতি আর সৌন্দর্য মেলাবে মেরিন ড্রাইভ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দিঘা মেরিন ড্রাইভ।

Must read

সংবাদদাতা, কাঁথি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দিঘা মেরিন ড্রাইভ। পর্যটকরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে সৈকত ধরে গাড়িতে যাতায়াত করবেন। সামান্য কাজ বাকি। দিঘার কাছে মেরিন ড্রাইভের সেতুর কাজ শেষ। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। কাঁথির শৌলায় মেরিন ড্রাইভের সেতুও খুলে গেল। ওই সেতু দিয়ে স্থানীয়রা যাতায়াত শুরু করেছেন। যাচ্ছে ছোট গাড়িও। ওই সেতু দিয়ে কাঁথি থেকে মন্দারমণি যাতায়াত সহজ হবে। তবে তার জন্য আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন-নামের মিল আলোচনায় দুই ব্রাত্য বসু

বর্তমানে শৌলা থেকে মন্দারমণি দাদনপাত্রবাড় পর্যন্ত প্রায় ছ’ কিলোমিটার মেরিন ড্রাইভ রাস্তার কাজ চলছে। কাজ শেষ হলে মন্দারমণি কাঁথির অনেকটাই কাছে চলে আসবে। পূর্ত দফতর মেরিন ড্রাইভের রাস্তায় তিনটি সেতুর কাজ শুরু করেছিল। তার মধ্যে দিঘা ন্যায়কালী মন্দিরের সামনে দিঘা ও শঙ্করপুরের মধ্যে সংযোগকারী সেতু চালু হয়ে গিয়েছে। তাজপুর ও মন্দারমণির সংযোগকারী সেতুর কাজ শেষের পথে। আর শৌলা ও দক্ষিণ পুরুষোত্তমপুর (রামনগর) গ্রামের সংযোগকারী সেতুর কাজ সম্প্রতি শেষ হয়েছে। বর্তমানে ওই সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ জোরকদমে চলছে। শৌলায় মেরিন ড্রাইভের উত্তরদিকের রাস্তাটি কাঁথি শৌলা মূল সড়কের সঙ্গে মিশবে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল বলেন, যাবতীয় কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছি। আশা করছি, চলতি বছরের মধ্যে মেরিন ড্রাইভ ও সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

Latest article