কানাডার নয়া প্রধানমন্ত্রী কার্নে! কুর্সিতে বসেই একহাত নিলেন ট্রাম্পকে

Must read

শেষ হল ট্রুডো জমানা। টালমাটাল অবস্থার মধ্যে কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নে (Mark Carney)। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই একহাত নিয়েছেন ট্রাম্পকে। হুঙ্কার দিয়ে তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নয়া পরিকল্পনা দরকার।

রবিবার দায়িত্ব নিয়েই আমেরিকা প্রসঙ্গে কার্নে  (Mark Carney)বলেন, “আমরা নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব।” এদিন সাফ জানান, আমেরিকা কানাডার পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে তারাও পাল্টা কর চাপাবে। একইসঙ্গে তিনি বলেন, “আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, ততদিন পারস্পরিক শুল্ক থাকবে।”

আরও পড়ুন- মোহনবাগানের কোচ হওয়া চাপের : মোলিনা

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী দেশ কানাডার বিরুদ্ধে হুমকির পর হুমকি দিয়েছেন। কখনও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দিয়েছেন আবার কখনও কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ বাড়তি কর চাপানোর কথা বলেছেন। এই পরিস্থিতিতে নয়া প্রধানমন্ত্রী কানাডাকে কী ভাবে পরিচালনা করবেন, সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Latest article