খেলা

মার্করামের সেঞ্চুরি, ট্রফি জয়ের হাতছানি

লন্ডন, ১৩ জুন : বারতিনেক আইসিসি ট্রফি জেতার জায়গায় গিয়েও খালি হাতে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। নামের পাশে চোকার্স শব্দটা জুড়ে গিয়েছে তাই। কিন্তু এতদিনের অপবাদ ঘোচানোর সুযোগ এখন তাদের সামনে। শনিবার, চতুর্থ দিন আর ৬৯ রান করলেই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। হাতে ৮ উইকেট। মার্করাম ১০২ ও বাভুমা ৬৫ রানে অপরাজিত আছেন। এই জুটি সকালের ক’টা ওভার কাটিয়ে দিতে পারলেই হল।
চাপ নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল তারা। প্রথম দফায় করেছিল ১৩৮ রান। তাই চতুর্থ ইনিংসে ২৮২ রান তোলা সহজ ব্যাপার নয়। তার উপর মিচেল স্টার্ক ৯ রান উঠতেই ওপেনার রিকেলটনকে (৬) ফিরিয়ে দেন। এরপর মার্করাম আর মুলডার (২৭) ৬১ রান জুড়ে পরিস্থিতি সামলান। কিন্তু আসল লড়াই এসেছে মার্করাম ও অধিনায়ক বাভুমার ব্যাট থেকে। জুটিতে ১৪৩ রান তুলে দলকে প্রথম আইসিসি চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন-নো থ্রাস্ট, লুজিং পাওয়ার, আন-এবল টু লিফ্ট পাইলটের শেষ কথাতেই লুকিয়ে রহস্য, সদুত্তর নেই প্রধানমন্ত্রীর

এর আগে মার্করামের শর্ট বলে কভারে দাঁড়ানো কেশব মহারাজের হাতে ক্যাচ দিয়েছিলেন জস হ্যাজলউড। ১৭ রান করতে ৫৩ বল কাটিয়ে দিয়েছিলেন তিনি। মিচেল স্টার্কের সঙ্গে শেষ উইকেটের জুটিতে হ্যাজলউডের কাজ ছিল শুধু ঠেকা দিয়ে যাওয়া। তিনি তাতে পুরোপুরি সফল। শেষ দুই উইকেটে ৬৩ রান যোগ করেছে অস্ট্রেলিয়া।
৭৩/৭ থেকে ২০৭ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৮২। অস্ট্রেলিয়ার ইনিংসে স্টার্ক নট আউট ৫৮ রানে। ১৩৬ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে এই রান করেছেন। তিনিই প্রথম ক্রিকেটার যিনি আইসিসি টুর্নামেন্টে নয় বা তার পরে নেমে চল্লিশের বেশি করলেন। এদিন দ্বিতীয় সর্বোচ্চ রান ক্যারির ৪৩। রাবাডা ৫৯ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩ উইকেট এনগিডির। আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরে নেমেছিলেন। এক মিনিট নীরবতা পালনও হয়েছে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

14 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

22 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

47 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago