দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে মাঘ মাস পড়তেই শুরু হয়েছে বিয়ের মরশুম। কিন্তু এবার করোনার কোপে সেখানেও বাধা। করোনাজনিত পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল ম্যারেজ রেজিস্ট্রেশন পরিষেবা। সাধারণত অনেকে বিয়ের দিনই ম্যারেজ রেজিস্ট্রেশন করেন।
আরও পড়ুন-আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা
আবার কেউ আনুষ্ঠানিক বিয়ের আগে বা পরে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। কিন্তু আপাতত এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তবে গোটা দেশে নয়, ম্যারেজ রেজিস্ট্রেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে। দেশের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে।
বিশেষ করে মুম্বইয়ে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে মুম্বইয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বৃহন্মুম্বই পুরসভা। তবে পুরসভার এই সিদ্ধান্তে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। নেটিজেনরা কেউ কেউ কটাক্ষ করেছেন, আসলে সবই কাজ না করার বাহানা। কেউ বলেছেন, তাহলে তো এবার আমাদের অন্য জায়গায় গিয়ে বিয়ের রেজিস্ট্রেশন করাতে হবে।