প্রতিবেদন : রাজ্যসভায় বিরোধীদের কণ্ঠরোধ করতে সিআইএসএফকে যে মার্শাল হিসাবে নামিয়েছিল সরকার, বিরোধীদের চাপের মুখে তা স্বীকার করতে বাধ্য হল কেন্দ্র। প্রথম অবশ্য তৃণমূল-সহ বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল কেন্দ্র।
আরও পড়ুন-চুপি চুপি ভোট চুরির প্রতিবাদ, মকরদ্বারে বিক্ষোভ তৃণমূলের
কয়েকদিন আগে গণতন্ত্রের এক চরম অবমাননার সাক্ষী হয়েছিলেন রাজ্যসভার সাংসদরা। তৃণমূলের নেতৃত্বে বিরোধী জোটের সংসদদের বিক্ষোভ সামাল দিতে রাজ্যসভার অধিবেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিআইএসএফ জওয়ানদের। সংসদের ইতিহাসে যা নজিরবিহীন। কেন্দ্রের এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল। মঙ্গলবার সকালে ইন্ডিয়া ব্লকের বিরোধী শিবিরের সংসদরা এই মার্শাল বিতর্ক নিয়ে সুর চড়ান। জবাবদিহি চান কেন্দ্রের। তাঁদের প্রশ্ন, এভাবেই কি সংসদ চলবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে?