ধোঁয়ার চাদরে ঢাকা রাজধানী, স্কুল-কলেজে ফিরছে মাস্ক

বিশেষজ্ঞদের দাবি, বায়ুদূষণের কবলে ধুঁকতে থাকা রাজধানী দিল্লিতে শ্বাসপ্রশ্বাস নেওয়ার অর্থ হচ্ছে দিনে ২৫টি সিগারেট খাওয়ার মতো ভয়ানক কাজ করা৷

Must read

প্রতিবেদন: বিশেষজ্ঞদের দাবি, বায়ুদূষণের কবলে ধুঁকতে থাকা রাজধানী দিল্লিতে শ্বাসপ্রশ্বাস নেওয়ার অর্থ হচ্ছে দিনে ২৫টি সিগারেট খাওয়ার মতো ভয়ানক কাজ করা৷ যেকোনও সুস্থ লোকের ফুসফুসে প্রভাব ফেলতে পারে দিল্লির দূষণ, সরাসরি এই আশঙ্কার কথা জানাচ্ছেন দেশ-বিদেশের চিকিত্‍সকরা৷ এই পরিস্থিতিতে ক্রমান্বয়ে বেড়ে চলা বায়ুদূষণের জেরে দিল্লির সব সরকারি প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত অনলাইন ক্লাস শুরুর নির্দেশ জারি করেছে দিল্লি সরকার৷ দূষণের জেরেই দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, বৈশালীর বিভিন্ন এলাকায় অবস্থিত স্কুল-কলেজে ফেরানো হচ্ছে মাস্ক-এর ব্যবহার৷ সব বয়সের ছাত্রছাত্রীদের মাস্ক ব্যবহার করতেই হবে, ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দিল্লির বহু স্কুলে৷ মারণ রোগ করোনা প্রতিরোধ করার উদ্দেশ্যে একদিন যে মাস্ক অপরিহার্য হয়ে উঠেছিল, সেই মাস্কই ফের দূষণের হাত থেকে পড়ুয়াদের নিরাপত্তা দিতে ফিরে আসছে দিল্লি-সহ লাগোয়া অঞ্চলের স্কুল-কলেজগুলিতে৷ দিল্লির কেন্দ্রীয় সরকারি অফিসগুলোতে কাজ শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে সাড়ে ৫টায়। দিল্লি সরকারের অফিসগুলি শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে সাড়ে ৬টায়। আর দিল্লি পুরনিগমের কাজ শুরুর সময় সকাল সাড়ে ৮টা। শেষ হবে বিকেল ৫টায়।

আরও পড়ুন-৪৩ লক্ষের কর্মসংস্থান কর্মশ্রী প্রকল্পে

উল্লেখ্য, বিগত তিন চারদিনের মতো শনিবারও দিল্লির আকাশ ছিল ধোঁয়ার চাদরে ঢাকা৷ এদিন সকালে দিল্লির বায়ুদূষণের মাত্রা গত দু’দিনের তুলনায় অনেক বেশি ছিল বলে কেন্দ্রীয় সংস্থা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দাবি জানানো হয়েছে৷ সরকারি হিসেবে এদিন সকালে দিল্লির বেশির ভাগ জায়গায় একিউআই ছিল ৪১৮-৪২০-র আশপাশে, যা অত্যন্ত খারাপ শ্রেণির দূষণের পর্যায়ভুক্ত৷ বায়ুদূষণের জেরেই দিল্লির বিভিন্ন প্রান্তে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা৷ শনিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা গিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে রোগীদের লম্বা লাইন৷ আগামী কয়েকদিনে দূষণের মাত্রা আরও খারাপ হতে পারে, পরিবেশবিদদের তরফে করা এই আশঙ্কার উপরে ভিত্তি করে রাতারাতি শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিত্‍সা পরিষেবা প্রদানের জন্য জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছে দিল্লি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ৷ পাশাপাশি রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে অবস্থিত সরকারি ও বেসরকারি অফিসের টাইম টেবিলেও সামান্য পরিবর্তনের কথা জানিয়েছে দিল্লি সরকার৷ এর পাশাপাশি পুরনো গাড়ি চলাচলের উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার৷ দিল্লি এবং তার লাগোয়া এলাকায় যাবতীয় নির্মাণকাজের উপরেও জারি করা হয়েছে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা৷

Latest article