বগটুই গ্রামে গণ ইফতার, হচ্ছে শান্তি কমিটি

বগটুই গ্রাম স্বাভাবিক ছন্দে ফিরতেই গণ ইফতারের আয়োজন। পূর্বপাড়ার বড় মসজিদের সামনের রাস্তায় বাঁধা হচ্ছে ম্যারাপ।

Must read

দেবর্ষি মজুমদার, রামপুরহাট : বগটুই গ্রাম স্বাভাবিক ছন্দে ফিরতেই গণ ইফতারের আয়োজন। পূর্বপাড়ার বড় মসজিদের সামনের রাস্তায় বাঁধা হচ্ছে ম্যারাপ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতারের আয়োজন হচ্ছে। বুধবার সন্ধ্যায় সূচনা হবে। রামপুরহাট এক ব্লকের বর্তমান সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির প্রতিক্রিয়া না মিললেও ব্লকের বিশেষ পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য জানান, সৈয়দ সিরাজই এর মূল উদ্যোক্তা।

আরও পড়ুন-১৪৪ ধারা ভেঙে তাণ্ডব কংগ্রেসের

মসজিদের ইমাম ইয়াকুব আলি বলেন, গ্রামের মানুষ গণ ইফতারের দায়িত্ব নিয়েছে শুনেছি। পূর্বপাড়ার কয়েকটি পরিবার গ্রামে নেই। তারা ছাড়া প্রত্যেকেই আসছে। মসজিদের সেক্রেটারি মুরতাজ শেখ বলেন, বড় মসজিদ ছাড়াও গ্রামের মধ্যমপাড়ায় সাফা মসজিদ, আর গ্রামের মুখে একটি মসজিদ আছে। গ্রামে শান্তি ফেরাতে এর মাধ্যমে শান্তির বার্তা তুলে ধরা হবে। রোজা পেরোলে গ্রামের মানুষদের নিয়ে গড়া হবে শান্তি কমিটি। অসমাজিক কাজ বিলুপ্ত করতে পুলিশ ও প্রশাসনকে সাহায্য করবে এই কমিটি।

Latest article