মোদিরাজ্যে গণ-ইস্তফা মন্ত্রীদের

মোদিরাজ্যে গণ-পদত্যাগ মন্ত্রীদের। শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বৃহস্পতিবার ইস্তফা দিলেন বিজেপির (BJP) মন্ত্রিসভার ১৬ জন সদস্যই!

Must read

আমেদাবাদ : মোদিরাজ্যে গণ-পদত্যাগ মন্ত্রীদের। শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বৃহস্পতিবার ইস্তফা দিলেন বিজেপির (BJP) মন্ত্রিসভার ১৬ জন সদস্যই! এর মধ্যে ৮ জন পূর্ণমন্ত্রী এবং ৯ জন রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। ঠিক কী কারণে গেরুয়া-মন্ত্রীদের এই গণ-ইস্তফা তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-শীত আসার আগে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

তবে জানা গিয়েছে, কয়েক মাস পরেই গুজরাতে পুরসভা, পঞ্চায়েত এবং তালুক পঞ্চায়েত নির্বাচন। ৩ বছর আগে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার পরে যাঁদের মন্ত্রী করা হয়েছিল, তাঁদের বড় অংশের কাজকর্মে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ নাগরিকদের মধ্যেই। মলম লাগাতে মন্ত্রিসভা ঢেলে সাজতে চাইছে বিজেপি নেতৃত্ব। শুক্রবারই তা বাস্তবায়িত হতে পারে বলে জানা গিয়েছে রাজনৈতিক সূত্রে।

Latest article