তেলেঙ্গানার পর এবার তামিলনাড়ুর (tamil nadu) শিবকাশী। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজির কারখানা হওয়ায় প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় লাগাতার চলছে বিস্ফোরণ। স্থানীয়রা জানিয়েছেন যে, বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে কারখানার চারপাশে অনেকটা এলাকাজুড়ে ঘন সাদা ধোঁয়া ছেয়ে গিয়েছিল। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ পাঁচজনের। আহতের সংখ্যা অনেক। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। বেশ কয়েকজনের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে দমকলের কর্মীরা। সোমবার তেলেঙ্গানায় এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- জাতীয় চিকিৎসক দিবসে ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ও অভিষেকের