রবিবার অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) আনাকাপাল্লি জেলায় আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জন শ্রমিকের। একাধিক শ্রমিক জখম হয়েছেন। কিন্তু ঠিক কীভাবে আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটল, সেটা এখনও জানা যায়নি। আনাকাপাল্লি জেলার পুলিশ সুপার এই মর্মে জানিয়েছেন, কোটাভুরাটলা মণ্ডলের কৈলাসপাটনমে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ৮ জনের মধ্যে ২ জন মহিলা রয়েছেন। সাত জন জখম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণস্থলে সমস্ত মৃতদেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার হয়েছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কতজন লোক কাজ করছিল সেটা এখনও সঠিক জানা যায়নি, তবে জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে দেখা গেছে যে যেহেতু রবিবার ছিল, তাই আতশবাজি ইউনিটে প্রায় ১৫ জন কর্মী ছিলেন।
আরও পড়ুন-‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ জানালেন ডিজিপি রাজীব কুমার
জানা গেছে, গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই বাজি কারখানাটি অবস্থিত। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রথমে তারাই আহতদের উদ্ধার করতে শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষনের মধ্যেই স্থানীয় পুলিশ, জরুরি পরিষেবা, দমকলকর্মীরা ঘটনাস্থলে আসে। আহতদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার পরিকাঠামো ও বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই মাসের শুরুতে গুজরাটের বনসকাঁথা জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ফলে আগুন ধরে গিয়েছিল। নিমেষের মধ্যেই কারখানার একাংশ ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়।