ফের আগুন লাগল শুশুনিয়া পাহাড়ে

উল্লেখ্য, ২০২৪ সালে শেষবার বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেছিল। পাহাড়ের বিস্তীর্ণ অংশ জুড়েই সেই আগুন ছড়িয়ে পড়েছিল।

Must read

বাংলার দাবানল মনে করিয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ায় দাবানলের কথা। আগুনের গ্রাসে যেমন পুড়ে গিয়েছিল একটা গোটা শহর তেমনই এবার দাউ-দাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড় (Susunia Hills)। খবর পেয়েই আগুন নেভানোর তোড়জোড় শুরু করে দিয়েছে বন দফতর। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। দুই বছর আগে ঠিক এভাবেই এখানে আগুন লাগে। আজ, বৃহস্পতিবার সকালে পাহাড়ের একদিকে মাটিতে পড়ে থাকা ঝরা শুকনো পাতায় আগুন লাগে। পাহাড়ের একাংশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। কিছুক্ষনের মধ্যেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা পাহাড়।

আরও পড়ুন-আরও দুই ভারতীয়র ফাঁসি সংযুক্ত আরব আমিরশাহিতে

উল্লেখ্য, ২০২৪ সালে শেষবার বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেছিল। পাহাড়ের বিস্তীর্ণ অংশ জুড়েই সেই আগুন ছড়িয়ে পড়েছিল। সেই সময় আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে বন দফতরের বেশ কিছুদিন সময় লেগে যায়। তিন চার দিন চেষ্টা করে অবশেষে আগুন নেভাতে সক্ষম হয় বন দফতর। এরপরে থেকেই বন দফতর কড়া নজরদারি চালায় এবং আগুন নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেয়। গত বছর শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকানো গিয়েছিল। আজ সকালে পাহাড়ের পূর্ব দিকে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। পাহাড়ের গায়ে পড়ে থাকা শুকনো পাতায় লেগে খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন কর্মীরা। ব্লোয়ার দিয়ে পাহাড়ের গায়ে পড়ে থাকা শুকনো পাতা সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই অগ্নিকাণ্ডের ফলে পাহাড়ে অনেক জীবজন্তু, সরিসৃপ আশ্রয়হীন হয়ে পড়েছে। কিছু বিরল প্রজাতির গাছ ও লতা নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন বনকর্তারা।

Latest article