মুম্বইয়ের টাইমস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

লোয়ার পরেলের কামালা মিল কম্পাউডে প্রাথমিকভাবে আগুন লাগলেও ক্রমশ সেটা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলা জুড়ে ছড়িয়ে পড়ে।

Must read

আজ, শুক্রবার সকালে মুম্বইয়ে (Mumbai) ভয়াবহ অগ্নিকাণ্ড। মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় হঠাৎই আগুন লেগে যায়। যদিও ঠিক কি থেকে আগুন সেটা এখনও জানা যায় নি। এটি একটি সাত তলা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় টাইমস টাওয়ারের এই বানিজ্যিক ভবনে। লোয়ার পরেলের কামালা মিল কম্পাউডে প্রাথমিকভাবে আগুন লাগলেও ক্রমশ সেটা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলা জুড়ে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-বহুরুপী

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। গ্রেড ২ ফায়ার বলে জানানো হয়েছে দমকলের পক্ষ থেকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯টি ইঞ্জিন। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০১৭ সালেও একবার আগুন লাগে এই টাওয়ারে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর, রাত ১২.৩০ টা নাগাদ প্রথমে 1Above-এ আগুন লাগে। পরে কামালা মিলস কম্পাউন্ডের ভিতরে মোজো’স বিস্ট্রো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। সেদিনের ঘটনায় ১৪ জন নিহত হয়। পরে সেদিনের ঘটনায় মালিক সহ-১৪ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ২০২০ সালের ১০ নভেম্বর মুম্বই সেশন কোর্ট কামালা মিলস কম্পাউন্ডের মালিক রমেশ গোয়ানি এবং রবি ভান্ডারিকে এই মামলায় মুক্তি দেয়।

Latest article