বড়বাজারের (Burrabazar) জোড়াসাঁকো থানা এলাকায় ৪১ নম্বর ওয়ার্ডে মেছুয়া ফলপট্টিতে ৬ তলা একটি হোটেলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। হোটেলটির নাম ঋতুরাজ হোটেল। আজ, সন্ধে সাড়ে ৭টা থেকে পৌনে ৮টা নাগাদ আগুন লেগেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, অসংখ্য মানুষ হোটেলে আটকে রয়েছেন। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাঁরা নিজেদের উপস্থিতি বোঝানোর চেষ্টা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী।
আরও পড়ুন-সবুজ-মেরুনের নজরে রবসন
পুলিশ সূত্রে খবর, এদিনের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় পাসওয়ান। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও একজনের সেখানে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। প্রাথমিকভাবে মই ব্যবহার করে ৩ তলা দিয়ে ঢোকার চেষ্টা করেন দমকলকর্মীরা। বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। দোতলায় আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-দেশের প্রধান বিচারপতির পদে বিআর গাভাই
পরিস্থিতি বুঝে গ্যাস কাটার দিয়ে হোটেলের বিভিন্ন অংশে গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। আগুন লাগার পর অনেকেই আতঙ্কে কার্নিস থেকে ঝাঁপ দিয়েছেন। ঝুলন্ত অবস্থায় যারা ছিলেন তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্য করছেন। স্থানীয় সূত্রে খবর, হোটেলের দোতলা যেখানে রান্না করা হয়, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। ওই অংশ থেকে এখনও আগুন বেরোতে দেখা যাচ্ছে। হোটেলের ছাদেও শিশু, মহিলা-সহ অনেকেই আটকে রয়েছে। ঘিঞ্জি এলাকা এবং চারপাশে দোকান থাকায় আগুন বেশি ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এই অবস্থায় দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দ্রুত আগুন আয়ত্তে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।