বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন

যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু উত্তুরে হাওয়ায় পাশের বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এলাকাবাসীর।

Must read

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় (Kolkata) অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire breaks out in BB Ganguly Street area) । ঘনজনবসতিপূর্ণ এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়।

আরও পড়ুন-মহাশ্বেতা দেবীর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু উত্তুরে হাওয়ায় পাশের বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। পার্শ্ববর্তী দোকান থেকে প্লাইউড ও কাঠের জিনিস সরানো হচ্ছে। ৩০ মিনিটের বেশি সময় অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Latest article