গোয়ার নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৩ আহত ৫০

শনিবার রাতে উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Must read

শনিবার রাতে উত্তর গোয়ার বাগা এলাকার বার্চ বাই রোমিও লেনে ভয়াবহ অগ্নিকাণ্ড| (fire erupts at a nightclub in Goa) ভিড়ে ঠাসা নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় ক্লাবের একতলার রান্নাঘরে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পর্যটকও। বাকিরা ওই নাইট ক্লাবের কর্মী বলে জানা গেছে। আহত অন্তত ৫০। দ্রুত তাঁদের গোয়া মেডিক্যাল কলেজে (Goa medical college) ভর্তি করানো হয়েছে। দমকলের একাধিক ইঞ্জিনের প্রচেষ্টায় রবিবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

আরও পড়ুন-ব্রিগেডে গীতাপাঠ, বন্দরে ম্যারাথন, রবিবাসরীয় কলকাতায় নিয়ন্ত্রিত যান চলাচল

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্লাবে নাচ গান হুল্লোড় চলাকালীন আচমকা বিকট শব্দ শোনা যায়। চোখের পলকে দাউদাউ করে আগুন লেগে যায় নাইট ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে। উইকেন্ড বলে ভিড় একটু বেশিই ছিল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত হোটেল কর্মী ও অধিকাংশ পর্যটকদের নিরাপদ আশ্রয়ের সরিয়ে নিয়ে যায়।গোয়ার ডিজিপি অলোক কুমার জানিয়েছেন, একতলার রান্নাঘরেই মূলত আগুন সীমাবদ্ধ ছিল। অন্যত্র খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

Latest article