বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনের পাশেই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার সকালে দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ৩-এর কাছে একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়।

Must read

মঙ্গলবার সকালে দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ৩-এর কাছে একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এদিকে সেই সময়ে অদূরেই দাঁড়িয়ে ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। স্বাভাবিকভাবেই হঠাৎ এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন নেভাতে বিমানবন্দরের নিজস্ব দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময়ে বাসে কোনও যাত্রী ছিলেন না বলেই বড় কোন দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুন-সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড পরিচালিত ওই বাসে কী ভাবে আগুন লাগল সেটা জানতে তদন্ত করছে SATS। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিটের ফলেই এই বিপত্তি। পুলিশের তরফে খবর সেই সময় ওই বাসে কোনও যাত্রী বা লাগেজ ছিল না। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGIA) কাজের দায়িত্বে থাকা সংস্থা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL) এটিকে ‘অপ্রত্যাশিত ঘটনা’ বলে জানিয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেল পোস্টে তাঁরা লিখেছে, ‘একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজ। এদিন দুপুর নাগাদ গ্রাউন্ড হ্যান্ডলারের দায়িত্ব থাকা একটি বাসে আগুন লেগে যায়। আমাদের বিশেষজ্ঞ ARFF টিম আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। আমাদের যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন-ধর্ষণ, ৫ বছর পর জালে বিজেপি বিধায়কের ভাইপো

দিল্লি বিমানবন্দরে তিনটি টার্মিনাল এবং চারটি রানওয়ে রয়েছে। বছরে ১০ কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। ২০১০ সালে দুর্ঘটনাস্থল টার্মিনাল-৩ চালু হয়। বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দরের টার্মিনালে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা।

Latest article