দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে লাইনে ঝাঁপ যাত্রীদের

ছ'মাসে পাঁচ দুর্ঘটনা, যাত্রীসুরক্ষা শিকেয়

Must read

আবারও দুর্ঘটনা। বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ট্রেনে। এই নিয়ে ৬ মাসে পাঁচবার রেল দুর্ঘটনা ঘটল। এবার উত্তরপ্রদেশের এটাওয়াতে সরাইভূপত স্টেশনের কাছে দিল্লি-দ্বারভাঙা (Delhi-Darbhanga) এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে। স্লিপার কোচের তিনটি বগিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ছটপুজোর আবহে ভিড়ে ঠাসা ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের হাত থেকে প্রাণে বাঁচতে দিগ্বিদিকশূন্য হয়ে লাইনে ঝাঁপ দেন যাত্রীরা। এখনও পর্যন্ত মৃত্যুর খবর না পাওয়া গেলেও বহু যাত্রীরাই অসুস্থ হয়ে পড়েন। সকলকে নিরাপদে সরানো গিয়েছে বলে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আরও পড়ুন- ৪ দিন পরেও সুড়ঙ্গে আটকে ৪০, টানেলের বাইরে বিক্ষোভ শ্রমিকদের

রেলের আধিকারিকদের পাশাপাশি দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্লিপার কোচে কীভাবে আগুন, খতিয়ে দেখা হচ্ছে। এদিকে একবার- দুবার নয়, গত ৬ মাসে এই নিয়ে পাঁচবার দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনা প্রায় তিনশ যাত্রীর জীবন কেড়ে নিয়েছিল। তারপরেও যাত্রীসুরক্ষায় নজর নেই ভারতীয় রেলের। প্রধানমন্ত্রীর বন্দে ভারত বা বুলেট ট্রেনের বন্দনায় ব্যস্ত। যদিও মোদির সাধের বন্দে ভারতেও একের পর এক দুর্ঘটনা ঘটেছে। বালেশ্বরের ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পরও বিরাম নেই। মাদুরাই, বক্সার, বিশাখাপত্তনমের পর এবার এটাওয়াতে ট্রেন দুর্ঘটনা। দিল্লি থেকে দ্বারভাঙা যাওয়ার পথে আগুন লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনটি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যদিও এর উৎস সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা (Delhi-Darbhanga) এক্সপ্রেসে দুর্ঘটনা যেন আরও একবার ভারতীয় রেলের হতশ্রী চেহারাটাকে প্রকাশ্যে এনে দিল। যাত্রীদের নিরাপত্তায় উদাসীন রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একাধিকবার ট্রেন বিপর্যয়ের সাক্ষী থেকেছে দেশ। এবার উৎসবের মরশুমে অঘটন। আতঙ্কিত যাত্রীরা বলছেন, ট্রেনে এমনিতেই সঠিক পরিষেবা পাওয়া যায় না। তার উপর যাত্রীদের নিরাপত্তা নিয়ে যদি এভাবেই উদাসীন থাকে কর্তৃপক্ষ, তাহলে দুর্ঘটনার ভয়ে রেলযাত্রা দুর্বিসহ হয়ে উঠবে।

Latest article