বাগুইআটিতে এয়ারপোর্টগামী সরকারি বাসে ভয়াবহ আগুন ঘিরে চাঞ্চল্য। তেঘরিয়ার (Tegharaia) কাছে একটি সরকারি এসি বাসে হঠাৎ আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। সোমবার দুপুরে বাসটিকে গ্যারেজ থেকে বের করা হয় বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ এসি বাসটিতে আগুন ধরে যায়। নিমেষের মধ্যেই আগুনের মাত্রা এতটাই বেড়ে যায় যে রাস্তায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। দমকলে খবর দেওয়া হলে শীঘ্রই একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন-নিউ ব্যারাকপুরে মন্দিরে চুরি, পুলিশের তৎপরতায় ধৃত মূল অভিযুক্ত
বাসটি গ্যারেজ থেকে বেরিয়েছিল বলে কোনও যাত্রী ছিল না। জানা গিয়েছে, চালক ও কন্ডাকটর সুরক্ষিত আছেন। তবে ঠিক কীভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে বাসের ক্ষতি হয়েছে। কিছুদিন আগেই বারাসত থেকে গড়িয়ার উদ্দেশে রওনা দেওয়া একটি সরকারি বাসে শর্টসার্কিটের ফলে হঠাৎ আগুন লেগে যায়। সেইসময় বাসে ২০-২৫ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। দু’জন আহত হয়েছিলেন তবে কারও প্রাণহানি হয়নি।