বিধ্বংসী আগুনে পুড়ল রাবার কারখানা

মঙ্গলবার বিকেলে হরিয়ানার (Haryana) সোনিপতের রাই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি রাবার কারখানায় ভয়াবহ আগুন লাগে।

Must read

মঙ্গলবার বিকেলে হরিয়ানার (Haryana) সোনিপতের রাই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি রাবার কারখানায় ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সেই সময় কারখানায় ৫০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডে অধিকাংশ জখম হন। ৪০ থেকে ৪৫ জন ঝলসে গিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায়। ৫ জন গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। পুলিশের তরফে খবর, ওই কারখানায় রাবারের বেল্ট তৈরি হত। অগ্নিকাণ্ডে সেই সময় কারখানায় উপস্থিত অধিকাংশ শ্রমিক জখম হয়েছেন।

আরও পড়ুন-দিনের কবিতা

কিন্তু হঠাৎ কীভাবে আগুন লাগল, সেটা এখনও অজানা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কারখানার একটি বয়লার ফেটেই এই বিপত্তি ঘটেছে। যে পরিমান গরম বেড়েছে দেশজুড়েই, তাপপ্রবাহ ও অত্যাধিক গরমের ফলে একাধিক জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটছে।

প্রসঙ্গত কিছুদিন আগেই দিল্লির শিশু হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ দুধের শিশুর। গুজরাটের রাজকোটের গেমিং জোনে আগুনের ফলে ২৮ জন মারা গিয়েছে। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিছুটা হলেও দায়ী তাপপ্রবাহ সেই বিষয়ে সন্দেহ নেই।

Latest article