দাসনগরে পোস্ট অফিসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু নথি ও চিঠি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। প্রায় আধঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Must read

আজ বৃহস্পতিবার সকালে হাওড়ার (Howrah) দাসনগরে পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল পোস্ট অফিসের বহু গুরুত্বপূর্ণ চিঠি ও নথি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। প্রায় আধঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গুরুত্বপূর্ণ চিঠি নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয়রা রীতিমত হতাশাগ্রস্ত। বেশিরভাগই এই অগ্নিকাণ্ডের জন্য ডাকঘরের ভগ্ন দশা ও রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করেছেন। সূত্রের খবর, আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই ডাকঘরের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। জায়গাটি ছোট বলেই খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দাশনগর থানা এবং দমকলকে খবর দেন। ইতিমধ্যেই তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। সেখানে ডাকঘরের কর্মীরাও উপস্থিত ছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। পরে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের একটি ইঞ্জিন ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-রাজধানীতে বাসে ভয়াবহ আগুন, উদ্ধার ৪০ যাত্রী

ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে গিয়েই আধিকারিকরা জানান একাধিক গুরুত্বপূর্ণ চিঠি, নথি ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও ঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা জানার চেষ্টা করছেন ডাকঘরের আধিকারিকরা। কীভাবে ডাকঘরে এভাবে আগুন লাগল সেই নিয়ে যদিও সন্দেহ থেকেই যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কম্পিউটারের তারে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। দমকলের আধিকারিকরা জানান সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

Latest article