আজ রবিবার, বছরের শেষ দিন সকালে মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি শম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী সংস্থার কারখানায় আগুন লেগে যায়। সানশাইন এন্টারপ্রাইজ নামে এই কারখানা ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত। কারখানায় ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করতেন। শনিবার রাতে নাইটশিফটের কাজ শেষ করে ১০ জন শ্রমিক কারখানাতেই থেকে গিয়েছিলেন। গভীর রাতে কারখানায় আগুন লাগে আর ঘুমন্ত শ্রমিকদের মধ্যে কয়েকজন বিপদ বুঝতে পারেন। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক কোনমতে বেরিয়ে আসতে পারলেও ৬ জন আটকে পড়েন ভিতরে। দম বন্ধ হয়ে আগুনে ঝলসে মারা যান তাঁরা।
আরও পড়ুন-মঙ্গলবার ভার্চুয়ালি ভাঙড়ের ৪ থানা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক দমকল আধিকারিক এই মর্মে জানান, ‘রাত ২টো ১৫ মিনিট নাগাদ আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। ততক্ষণে পুরো কারখানার ভিতরে আগুন ধরে গিয়েছে। ভিতরে ৬ জন আটকে আছে প্রতিবেশীরা জানান। সেই ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।’ কীভাবে আগুন লাগল, সেটা যদিও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ৪ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। যে সকল শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়েছেন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন।
আরও পড়ুন-রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী
জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। ১০-১৫ জন শ্রমিক কারখানাতেই এদিন ঘুমোচ্ছিল। হঠাৎ আগুন লেগে যায়। ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। পুলিশ কমিশনার মনোজ লোহিয়া এই বিষয়ে বলেন, ‘ওয়ালুজ এমআইডিসিতে সানশাইন এন্টারপ্রাইজেস কারখানায় আগুন লেগেছে, যেটি তুলা ও চামড়ার হ্যান্ড গ্লাভস তৈরি করে। পুলিশ কন্ট্রোল রুম রাত ১.১৫ মিনিটে ঘটনাটি জানতে পারে। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’
আরও পড়ুন-রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী
তিনি আরও বলেন, ‘তেরো জন লোক চত্বরের ভিতরে আটকা পড়েছিল। তাদের মধ্যে সাতজন বেরিয়ে আসতে সফল হয়েছে, অন্য ছয়জন মারা গেছে’।