জাতীয়

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টিতে নামল হড়পা বান, মৃত ৪

ফের একবার বিপর্যয়ের মুখে ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) মেঘ ভাঙা বৃষ্টির ফলে নামল হড়পা বান। কিস্তওয়ারের পর এবার কাঠুয়া জেলায় মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানে জলের স্রোতে ভেসে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোরের মধ্যে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। লাগাতার বৃষ্টিতে হড়পা বান আসার ফলে ভেসে যায় গ্রামের একাংশ। রেললাইন থেকে শুরু করে ৪৪ নম্বর জাতীয় সড়কও হড়পা বানে ভেসে গিয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হলেও সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আহত আরও অনেকে। বহু মানুষ জলের তোড়ে ভেসে গিয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-বিজেপির ওড়িশায় জমি নিয়ে অশান্তিতে ছেলের গায়ে পেট্রল ঢেলে খুন

জীতেন্দ্র যাদব, জম্মু-কাশ্মীরের উধমপুরের সাংসদ, জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টিতে একটি পুলিশ স্টেশন, ৪৪ নম্বর জাতীয় সড়ক ও রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। সেনা ও প্যারামিলিটারি ফোর্সও উদ্ধার অভিযানে নেমেছে। প্রসঙ্গত, আবহাওয়া দফতর ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর নিয়ে সতর্কতা জারি করেছে। কাঠুয়া জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদী, নালার তীরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। ধস প্রবণ এলাকাগুলিও এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নদীর জলস্তর বেড়ে হড়পা বান ও ধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় হেল্পলাইন নম্বরগুলিও প্রকাশ করা হয়েছে 01922-238796 এবং 9858034100।

আরও পড়ুন-জলভিত্তিক খেলার প্রসারে তৈরি হচ্ছে নয়া অ্যাকাডেমি

ভারী বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ জলাশয়ের জলস্তর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। উজ নদী বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এই সপ্তাহে, জম্মু ও কাশ্মীরের কিস্তেওয়ারে মেঘ ভাঙনের ফলে বন্যায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। ১৪ আগস্ট মাচাইল মাতা মন্দিরে বার্ষিক তীর্থযাত্রার জন্য চিসোটিতে বিপুল সংখ্যক মানুষ যখন জড়ো হয়, সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কমপক্ষে ৮২ জন এখনও নিখোঁজ। যাত্রাটি ২৫ জুলাই শুরু হয়েছিল এবং ৫ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। ৯,৫০০ ফুট উঁচু এই মন্দিরে পৌঁছানোর ৮.৫ কিলোমিটার পথ চিসোটি থেকে শুরু হয়, যা কিস্তেওয়ার শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

21 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

45 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

49 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

58 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago