দফায় দফায় বৃষ্টি। তার জেরে বিরাট ধস (landslide) নামল ১০ নম্বর জাতীয় সড়কে। সেবক করোনেশন ব্রিজের কাছে এই বিরাট ধসে অবরুদ্ধ হয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়ক।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে দফায় দফায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। তার ফলে সেবক করোনেশান ব্রিজের কাছে পাহাড় থেকে বিরাট ধস (landslide) নেমে আসে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে৷ সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন সম্পূর্ণভাবে বন্ধ।
আরও পড়ুন- পাটনায় ভোটার অধিকার পদযাত্রায় তৃণমূলও, প্রতিনিধি হয়ে যাচ্ছেন কারা
এই ধসের পরই কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বিকল্প রাস্তা ব্যবহার করার কথা জানানো হয়। বিকল্প হিসেবে লাভা ও গরুবাথানের রাস্তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে আকারের পাথর নেমে এসেছে সেক্ষেত্রে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ সময় লাগবে। তৎপরতার সঙ্গে সেই কাজ চালাচ্ছে জেলা প্রশাসন।