গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে বাতিল হয়ে গেল ভারতের প্রস্তুতি ম্যাচ। শনিবার গুয়াহাটিতে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মারা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত। কিন্তু তার পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা নাগাদ ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন দুই আম্পায়ার।
দীর্ঘ ১২ বছর পর ফের ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। যত দিন যাচ্ছে, ততই বিশ্বকাপ নিয়ে আগ্রহের পারদ চড়ছে। এদিনও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ দেখতে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বেশ কয়েক হাজার দর্শক। প্রবল বৃষ্টিতে স্টেডিয়ামের বাইরে আটকে ছিলেন আরও কয়েকশো ক্রিকেটপ্রেমী। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বৃষ্টি থামার। কিন্তু সেটা হয়নি।
বিশ্বকাপের আগে নিজেদের দেখে নেওয়ার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। বিশেষ করে, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছিলেন রোহিতরা। কিন্তু বাধ সাধল বৃষ্টি। তিরুঅনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বৃষ্টি-বিঘ্নিত অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ২৩ ওভারে (ওভার কমে) ১৬৬/৭ রান করেছে।
আরও পড়ুন- পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের