কঠিন নয় অঙ্ক, ল্যাবরেটরিতে মজার গণিত ক্লাস

Must read

প্রতিবেদন : অঙ্ক কি কঠিন? না, আর অঙ্ক কঠিন লাগবে না। বরং এবার মজার ছলেই অঙ্ক হবে সহজবোধ্য। সেই লক্ষ্যেই কিশোর মন থেকে গণিতভীতি তাড়াতে গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয় নির্মিত হল ম্যাথমেটিক্স ল্যাবরেটরি (Mathematics Laboratory)। ল্যাবরেটরিটি (Mathematics Laboratory) উদ্বোধন করলেন শিক্ষাবিদ তথা রাজ্য সরকারের সেকেন্ডারি বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার। উত্তর ২৪ পরগনার স্কুলগুলির মধ্যে এই প্রথম কোনও স্কুলে ম্যাথমাটিক্স ল্যাবরেটরি গড়ে উঠল। প্রয়োজনে অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীদেরও সময়বিশেষে এই ল্যাবরেটরিতে ক্লাস করানোর কথা ভাবছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় কুড়িটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। ল্যাবরেটরি উদ্বোধনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়ে গণিত সংক্রান্ত বিষয়ে মজার ক্যুইজ করা হয়। প্রাক্তন প্রধান শিক্ষক মনোতোষকুমার মিত্রের আর্থিক অনুদানে এই গবেষণাগারটি গড়ে উঠেছে। এদিন পার্থবাবু তাঁর অ্যানাটমি অফ ম্যাথমেটিক্স বইটির উপরে নির্মিত মডেলের প্রদর্শন করেন। বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা মনে করছেন, গণিতকে দৃশ্য-গ্রাহ্য করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে বিষয়টি অনেক বেশি মনোগ্রাহী হয়ে উঠবে।

আরও পড়ুন-ভোট চোরদের সরকার আর নেই দরকার

Latest article