শুরু হল মথুরাপুর এমপি কাপ

মথুরাপুরে শুরু হল এমপি কাপ। উদ্যোগে সাংসদ বাপি হালদার। ১৬ দলের এই নকআউট ফুটবল এমপি কাপের জমকালো উদ্বোধন হল শনিবার৷

Must read

সংবাদদাতা, মথুরাপুর : মথুরাপুরে শুরু হল এমপি কাপ। উদ্যোগে সাংসদ বাপি হালদার। ১৬ দলের এই নকআউট ফুটবল এমপি কাপের জমকালো উদ্বোধন হল শনিবার৷ কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে তিনদিন ধরে ফুটবলের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন৷ এদিন প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হয় প্রতিযোগিতা৷ দেশের দিকপালদের সঙ্গে বিদেশি খেলোয়াড়দের এই ম্যাচ ঘিরে ছিল উন্মাদনা৷ মথুরাপুর লোকসভা অন্তর্গত ৭টি বিধানসভার একটি করে দল অংশ নেবে, বাকি ৯টি দল থাকছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে৷

আরও পড়ুন-মিনাখাঁয় বাস দুর্ঘটনায় হত ৪, আহত ৩০

অনুষ্ঠানে বাপি হালদার ছাড়াও ছিলেন সাংসদ সৌগত রায়, প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, জুন মালিয়া, মন্ত্রী বঙ্কিম হাজরা, দিলীপ মন্ডল৷ ছিলেন বিধায়ক শওকত মোল্লা, বিশ্বনাথ দাস, বিভাস সরদার, মন্টুরাম পাখিরা, গিয়াসউদ্দিন মোল্লা, যোগরঞ্জন হালদার, গণেশচন্দ্র মণ্ডল, জয়দেব হালদার, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি–সহ একাধিক জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত প্রধান ও দলীয় নেতৃত্ব৷ চ্যাম্পিয়ন, রানার্স এবং তৃতীয় স্থানাধিকারী দলের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারমূল্য। এছাড়াও ম্যাচের সেরা, টুর্নামেন্টের সেরাদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতার শেষ দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷

Latest article