প্রতিবেদন: পুর এলাকার বাসিন্দাদের জন্য সুখবর। মাতৃসদনের পাশের জায়গাটিতে মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে। সোমবার হয়ে গেল পরিদর্শন। ৩০ শয্যার এই হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন মেয়র গৌতম দেব। সোমবার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে জায়গা পরিদর্শনও করেন মেয়র। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে গতি এসেছে। মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে তৎপরতার সঙ্গে কাজ চলছে। শিলিগুড়ির (Siliguri) মাতৃসদনের ইউএসজি বিভাগের জন্যও ইতিমধ্যেই রাজ্যের তরফে অর্থ বরাদ্দ হয়েছে। যন্ত্রপাতিও কেনা হয়েছে। মাতৃসদনের পাশের জায়গাটিতে হাসপাতাল তৈরির পরিকল্পনা ছিলই। এবার সেটি বাস্তবায়িত হতে চলেছে। এতে উপকৃত হবেন এলাকার মানুষ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং শিলিগুড়ি (Siliguri) জেলা হাসপাতাল রয়েছে। তবে সেই হাসপাতালগুলিতে রোগীর চাপ যথেষ্ট বেশি। এই হাসপাতাল তৈরির পর রোগীর চাপ অন্যান্য হাসপাতালগুলিতে কমবে। মিলবে আরও উন্নত পরিষেবা। সব থেকে বড় বিষয় হল হাসপাতালে পাশে থাকছে ওষুধের দোকান। সারারাত খোলা থাকবে দোকান। এক্সরে, ইসিজি, ইউজিসি-সহ আরও অন্য টেস্টগুলিও হবে। আরও বেশি চিকিৎসক যাতে আনা যায় সেই চেষ্টাও চলছে। মেয়র আরও বলেন, মাতৃসদন হাসপাতালের পাশের এই জায়গাটিতে একটি বাড়তি সুবিধাও রয়েছে। রাস্তার দুপারে দুটি জায়গাকে ঘিরে দেওয়া হয়েছে। জায়গাটিতে মাতৃসদনের দ্বিতীয় ক্যাম্পাস হবে।
আধুনিক পরিকাঠামোয় গড়ে উঠবে মাতৃসদনের দ্বিতীয় ক্যাম্পাস
শিলিগুড়িতে ৩০ শয্যার নয়া হাসপাতাল
