এসআইআর বৈঠকে মতুয়া-বিক্ষোভ

বাংলায় এই ষড়যন্ত্র করায় কড়া হুঁশিয়ারি দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এবার কমিশনের এসআইআর বৈঠকেও প্রতিবাদ-বিক্ষোভ মতুয়া সম্প্রদায়ের।

Must read

প্রতিবেদন : রাজারহাটে এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে মতুয়া সম্প্রদায়ের বিক্ষোভ। বৈঠক ভবনের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হলেন রাজারহাট-নিউ টাউনের স্থানীয় মতুয়ারা। প্ল্যাকার্ডে লেখা, আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন না প্লিজ!

আরও পড়ুন-বিমান ভাড়ায় বৈষম্য কেন? প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বুধবার রাজারহাটের সত্যজিৎ রায় ভবনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু বৈঠক শুরুর আগে থেকেই যাত্রাগাছি, গৌরাঙ্গনগর, বাগুইআটি এলাকার মতুয়া বাসিন্দারা হাতে ভোটার, আধার কার্ড নিয়ে ভবনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের বক্তব্য, আমরা ভারতের বাসিন্দা। আমাদের সবকিছুই আছে। দীর্ঘদিন ধরে ভারতে রয়েছি। আমাদের নাম বাদ দেবেন না। ইতিমধ্যেই বিহারে ‘এসআইআর’-এর নামে বিজেপির চক্রান্তে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল। বাংলায় এই ষড়যন্ত্র করায় কড়া হুঁশিয়ারি দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এবার কমিশনের এসআইআর বৈঠকেও প্রতিবাদ-বিক্ষোভ মতুয়া সম্প্রদায়ের।

Latest article