মৌলানা-পুরোহিত রক্তদানে ছড়িয়ে গেল সম্প্রীতির বার্তা

ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মানুষের কাছে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ৭৬তম স্বাধীনতা দিবস (Independence day) সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স (blood donors) চ্যারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে এবং সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়ের বিশেষ সহযোগিতায় ব্লক অফিস কমিউনিটি হলে স্বেচ্ছা রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ কর্মসূচির মাধ্যমে হল ব্যতিক্রমী ৭৬তম স্বাধীনতা দিবস পালনের আয়োজন।

আরও পড়ুন-বচসার জেরে খুন

১০ মহিলা ও ৪ প্রতিবন্ধী-সহ ১০৪ জন রক্তদাতা রক্ত দেন। সম্প্রীতির বার্তা ছড়াল মওলানা ও পুরোহিত দু’জনের একসঙ্গে জাতীয় পতাকা ধরে হাতে হাত রেখে রক্তদান। ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মানুষের কাছে।

Latest article