সংবাদদাতা, কাটোয়া : উপকরণ ফেলে দেওয়া কাপড়ের টুকরো, জল রং আর চায়ের পাতা। সুতির কাপড়ের উপর এগুলি জুড়ে কাঁথা স্টিচের অলঙ্করণ করে বাজিমাত করলেন নাদনঘাটের মৌমিতা বসাক। পোল্যান্ডে অনুষ্ঠিত কাপড়ের উপর চিত্রকর্মের আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দিয়ে স্বর্ণপদক পেলেন শ্রীরামপুর পাবনা কলোনির বাসিন্দা যুবতী।
আরও পড়ুন-অক্ষয়ের তোপে রিচা
মৌমিতার বাড়ি গিয়ে অভিনন্দন জানান মন্ত্রী স্বপন দেবনাথ। মৌমিতা জানান, ‘পোল্যান্ডের সেন্ট্রাল মিউজিয়াম অফ টেক্সটাইল ইন লডসের ওয়েবসাইটে কাপড়ের উপর চিত্রকর্ম প্রতিযোগিতার কথা জেনে নিজের একটা কাজ পাঠাই। তবে তা যে সেরা হবে, ভাবিনি।’ ৫৫টি দেশের পাঠানো শিল্পকর্মের মধ্যে সেরার স্বীকৃতি আদায় করল মৌমিতার কাজ। ৫ ফুট লম্বা ৪ ফুট চওড়া সুতির কাপড়ে ফেলে দেওয়া কাপড়ের টুকরো, জল রং, কাঁথা স্টিচ ও চা-পাতা দিয়ে নকশা বুনে ক্যুরিয়ারের মাধ্যমে সেটি পোল্যান্ডে পাঠান মৌমিতা। মন্ত্রী বলেন, ‘পূর্বস্থলীতে প্রচুর তাঁতশিল্পীর বাস। তাঁদের উদ্ভাবনী কাজ তারিফযোগ্য। ভিনরাজ্য ও বিদেশেও এখানকার বস্ত্রশিল্পের কদর রয়েছে। এলাকার মেয়ে মৌমিতা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়ায় গর্ব অনুভব করছি।’