আমেরিকার অন্তর্বর্তী নির্বাচনে ইতিহাস গড়তে চলেছেন ডেমোক্রেট প্রার্থী মাউরা হিলে। তিনি ম্যাসাচুসেটস (Massachusetts- Maura Healey) প্রদেশে দেশের প্রথম সমকামী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে ২০১৪ সালে মাউরা হিলে প্রথম সমকামী অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মাউরা হিলে পেশায় একজন আইনজীবী। সূত্রের খবর, মাউরা হিলে (Massachusetts- Maura Healey) রিপাবলিকান প্রার্থী জিওফ ডাইহলকে বিপুল ভোটে পরাজিত করতে চলেছেন। এখনও পর্যন্ত মাউরা ১২ লাখ ৪৬ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী পেয়েছেন ৬ লাখ ৯১ হাজারের বেশি ভোট। তাই মাউরার জয় প্রায় নিশ্চিত। মাউরা জানিয়েছেন, রাজ্যের গভর্নর হিসেবে তিনি এলজিবিটি বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই করবেন।
আরও পড়ুন-মার্কিন সেনেট নিজেদের দখলেই রাখল ডেমোক্র্যাট পার্টি