সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: বিজেপিতে বিভাজন ঘটিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ মন্তব্যের জেরেই বিজেপির অন্দরের চাপা গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এসেছে৷ সংঘ পরিবারের মদতে দিনের পর দিন ধরে যা ইচ্ছে তাই করে গিয়েছেন আদিত্যনাথ, এই অভিযোগ তুলে বহুদিন ধরেই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন বিজেপির প্রথম সারির নেতাদের একটা বড় অংশ৷ এবার সুযোগ বুঝে নিজেদের সেই ক্ষোভ প্রকাশ্যে তুলে ধরতে শুরু করেছেন তাঁরা৷ পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে ‘এক হ্যায় তো সেফ হ্যায়’— যোগীর পাল্টা স্লোগান তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু এরপরেও মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে তলায় তলায় এককাট্টা নেতাদের থামানো যাচ্ছে না৷
আরও পড়ুন-রাজকোটে শনিবার পাঞ্জাব ম্যাচ, মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলে শামি
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও যোগী আদিত্যনাথের ডেপুটি কেশবপ্রসাদ মৌর্য এই তালিকায় উল্লেখযোগ্য মুখ৷ যোগীর মন্তব্যের পরোক্ষে সমালোচনা করে কেশবপ্রসাদ মৌর্যর দাবি, প্রধানমন্ত্রী মোদি যেটা বলেছেন সেই এক হ্যায় তো সেফ হ্যায়ই হল আদর্শ স্লোগান৷ আমি জানি না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন দৃষ্টিভঙ্গির বিচারে এমন স্লোগান দিয়েছেন৷ তাঁর এই মন্তব্যেই স্পষ্ট, কীভাবে একটি স্লোগানকে কেন্দ্র করে বিজেপির অন্দরে বিভাজন ঘটিয়ে দলের মূল স্রোতে ক্রমেই একা হয়ে পড়ছেন যোগী আদিত্যনাথ৷
তাত্পর্যপূর্ণ হল, মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে যোগী আদিত্যনাথের স্লোগানকে তুলোধোনা করেছেন বিজেপি নেতা অশোক চৌহান ও বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে৷ শিবাজির রাজ্যে কোনওভাবেই বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান চলবে না, সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা৷ বিজেপি তো বটেই, আদিত্যনাথের স্লোগানের তীব্র বিরোধিতা করেছেন বিজেপির শরিক দলগুলির প্রভাবশালী নেতারাও৷ মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে আদিত্যনাথের এই স্লোগানকে বয়কট করেছেন বিক্ষুব্ধ এনসিপি নেতা, বিজেপির জোটসঙ্গী এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার৷ তাঁর দাবি, মহারাষ্ট্রে এই ধরনের স্লোগান পুরোপুরি ব্রাত্য৷ রাজ্যের মানুষ এই ধরনের স্লোগানকে আদৌ ভালভাবে নেবেন না৷ এধরনের স্লোগানে মহারাষ্ট্রের ভোটে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা মহারাষ্ট্রের শাসক শিবিরে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…