মুম্বই, ৭ নভেম্বর : ‘ম্যাড ম্যাক্স’ ঝড়ের সাক্ষী থাকল ওয়াংখেড়ে। মঙ্গলবার দল যখন ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে, তখনই বিধ্বংসী ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। ১২৮ বলে অপরাজিত ২০১! তাঁর ব্যাটিং তাণ্ডবে ম্লান হয়ে গেল আফগানিস্তানের যাবতীয় লড়াই। ৩ উইকেটে ম্যাচ হেরে আফগানদের শেষ চারে ওঠার আশা কার্যত শেষ। এখন শুধু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেই হবে না। তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকেও।
আরও পড়ুন-রাজধানীতে বায়ু দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি, মাঠে এবার আইআইটি কানপুর
খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হল আফগানিস্তানকে। শুরুতেই ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ পড়ল। যদিও তাই বলে অস্ট্রেলীয় তারকার কৃতিত্বকে খাটো করা যাবে না। প্যাট কামিন্সকে (৬৮ বলে অপরাজিত ১২) সঙ্গে নিয়ে অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ২০২ রান যোগ করে ম্যাচের ভোল পাল্টে দিলেন ম্যাক্সওয়েল। এর মধ্যে তিনি একাই করেছেন ১৭৯ রান। রান তাড়া করে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ট্র্যাভিস হেডের (০) উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। নবীন উল হকের আউট সুইং তাড়া করে উইকেটের পিছেন ধরা পড়েন হেড। মিচেল মার্শও (১১ বলে ২৪) নবীনের শিকার হন। কিছুক্ষণ পরেই টানা দু’বলে ডেভিড ওয়ার্নার (১৮) ও জস ইংগ্লিশকে (০) আউট করেন আরেক আফগান পেসার আজমতুল্লাহ ওরমজাই। মার্নাস লাবুশেন ১৪ করে রান আউট হন। ব্যর্থ মার্কাস স্টোয়নিস (৬) ও মিচেল স্টার্কও (৩) ।
এদিন প্রথম আফগান ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরির নজির গড়লেন ইব্রাহিম জাদরান। তাঁর ১৪৩ বলে অপরাজিত ১২৯ রানের ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ২৯১ রান তুলেছিল দল। যা বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ রানের নজির। শেষ দিকে, ১৮ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও খেলে দেন রশিদ খান। ঐতিহাসিক সেঞ্চুরির জন্য শচীন তেন্ডুলকরকে কৃতজ্ঞতা জানিয়েছেন জাদরান।