প্রতিবেদন: আবার সেই আমেদাবাদ। আবার মে ডে কল। উস্কে দিল ১২ জুনের ভয়াবহ বিমান দুর্ঘটনার স্মৃতিকে। এবার আগুন লাগলো ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে। ৬০ যাত্রীসহ অল্পের জন্য রক্ষা পেল ১২বিমানটি। আমেদাবাদ থেকে দিউ-এর পথে সবেমাত্র আকাশে উড়েছিল ৬ই৭৯৬৬ বিমান। কয়েক সেকেন্ডের মধ্যেই মে ডে কল পাঠালেন পাইলট। তবে আগুন নিয়েই শেষ পর্যন্ত বিমানটিকে রানওয়েতে ফেরাতে সফল হয়েছেন পাইলট। ৬০ জন যাত্রীই অক্ষত।
আরও পড়ুন-প্রশাসনিক অপদার্থতায় ৩ বছরে ক্ষতি ৫৪৩ কোটি
বুধবার সকাল ১১টার ঘটনা। ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে দিউ যাওয়ার পথে ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নিয়ম মেনে তা কর্তৃপক্ষকে জানান পাইলট। বিমানটিকে ফিরিয়ে আনেন রানওয়েতে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পরে তা আবার ব্যবহার করা হবে। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনাকে কেন্দ্র করে আবার রীতিমতো আতঙ্ক দেখা দেয় যাত্রীদের মধ্যে। লক্ষণীয়, গত সোমবারই গোয়া থেকে ইন্দোর যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল ইন্ডিগোর বিমানেই। তার আগে ১২ জুন আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। সবমিলিয়ে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৬০জন।