১০০ বিশ্বকাপ জিতুক ভারত, হার্দিকের শহরে খোলামেলা ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ৪৪ বছর বয়সেও আইপিএল খেলছেন ধোনি।

Must read

বরোদা, ২ ডিসেম্বর : নিজে অধিনায়ক হিসাবে দেশকে দু-দু’টি বিশ্বকাপ উপহার দিয়েছেন। সেই মহেন্দ্র সিং ধোনি চান, ভারত যেন ১০০টি বিশ্বকাপ জেতে! মঙ্গলবার বরোদায় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ধোনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শুধু আগামী বছরের টি-২০ বিশ্বকাপ বা ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপই নয়। ঈশ্বর করুন, ভারত যেন ১০০টি বিশ্বকাপ জেতে। কারণ একজন ক্রিকেটারের জীবনে বিশ্বকাপ জেতার থেকে বড় প্রাপ্তি আর কিছুই হয় না।

আরও পড়ুন-প্রস্তুতি আলবার্তোর, ফুরফুরে ইস্টবেঙ্গল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ৪৪ বছর বয়সেও আইপিএল খেলছেন ধোনি। গত কয়েকটা মরশুম হাঁটুর চোট ভুগিয়েছিল ক্যাপ্টেন কুলকে। যদিও সেই চোট সমস্যা কাটিয়ে উঠেছেন বলেই খবর। নিজের শহর রাঁচিতে থাকলে, নিয়ম করে ব্যাডমিন্টন খেলেন। জিমও করেন নিয়মিত। নেটে ব্যাটও করেন মাঝমধ্যে। তাই আগের থেকে ধোনি এখন অনেক বেশি ফিট। আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে সেরাটা দেওয়ার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছেন।

Latest article