মুম্বই, ৪ ডিসেম্বর : লক্ষ্য নিউজিল্যান্ডের সামনে বিশাল বড় রানের টার্গেট দেওয়া। যাতে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কিউয়িরা প্রবল চাপে পড়ে যায়। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন মায়াঙ্ক আগরওয়াল। প্রসঙ্গত, এখনই নিউজিল্যান্ডের থেকে ৩৩২ রানের লিড নিয়েছে ভারত। ব্যাট করছেন দুই ওপেনার মায়াঙ্ক এবং চেতেশ্বর পূজারা।
আরও পড়ুন : এত খারাপ ফল ৪-৫ বছরে হয়নি, T20 বিশ্বকাপ নিয়ে সৌরভের তোপ
মায়াঙ্কের বক্তব্য, ‘‘কালকের দিনটা আমরা ব্যাট করতে চাই। লক্ষ্য, স্কোরবোর্ডে যত বেশি সম্ভব রান তোলা। যাতে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা চাপে থাকে।’’ এদিকে, কিউয়িদের প্রথম ইনিংস মাত্র ৬২ রানে গুটিয়ে দিতে বল হাতে বড় ভূমিকা পালন করেছেন মহম্মদ সিরাজ। স্কোরবোর্ডে মাত্র ১৭ রান উঠতে না উঠতেই প্রতিপক্ষ শিবিরের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে ঝটকা দিয়েছিলেন সিরাজ। তবে ভারতীয় পেসারকে বাড়তি তৃপ্তি দিচ্ছে রস টেলরের উইকেট।
সিরাজের আউট সুইঙ্গার টেলরের ব্যাট এড়িয়ে স্টাম্প উপড়ে দিয়েছিল। তৃপ্ত সিরাজ বলছেন, ‘‘আমি সেই সময় ছন্দে বোলিং করছিলাম। ইনসুইংগুলো ঠিকঠাক হচ্ছিল। তাই ভাবলাম, একটা আউট সুইঙ্গার দিয়ে দেখি। ওই বলটা যে কোনও পেসারের কাছে স্বপ্নের ডেলিভারি।’’