রথের মিলনমেলার জন্য তৈরি হচ্ছে মায়াপুর

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের আগমনে মিলনমেলায় পরিণত হবে ইসকনের এই বিশ্বখ্যাত রথযাত্রা। তারই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মায়াপুর।

Must read

মৌসুমী দাস পাত্র, নদিয়া: রবিবার রথ। মায়াপুরের ইসকন মন্দিরে শেষ মুহূর্তে চলছে জোরদার প্রস্তুতি। মায়াপুরে ইসকন পরিচালিত রথযাত্রা উৎসবে দেশবিদেশের হাজার হাজার ভক্ত সমাগম ঘটতে চলেছে। মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক সুসজ্জিত রথে চেপে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মায়াপুরের চন্দ্ররায় মন্দিরের অস্থায়ী গুণ্ডিচায় আসবেন। উল্টোরথ পর্যন্ত সেখানে থাকার পর উল্টোরথের দিন ফের মায়াপুর থেকে রাজাপুর রওনা দেবেন।

আরও পড়ুন-লোধা শবর উন্নয়ন বোর্ডের কাজের পর্যালোচনা

রথের দিন সাতটি পৃথক সংকীর্তনের দল-সহ বিভিন্ন ট্যাবলোয় সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তিন দেবতাকে রথে চড়িয়ে আনা হবে মায়াপুর। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের আগমনে মিলনমেলায় পরিণত হবে ইসকনের এই বিশ্বখ্যাত রথযাত্রা। তারই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মায়াপুর।

Latest article