প্রতিবেদন: রবিবার দলের জাতীয় কোঅর্ডিনেটরের পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে সরিয়ে দিয়েছিলেন মায়াবতী। সোমবার আরও একধাপ এগিয়ে চরম পদক্ষেপ নিলেন বহুজন সমাজ পার্টির প্রধান। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী (Mayavati) এবার ভাইপো আকাশকে বিএসপি থেকেই সরাসরি বহিষ্কার করলেন।
আরও পড়ুন-শহরে সরকারি বাসের লেট নাইট সার্ভিস
সিদ্ধান্ত ঘোষণা করে মায়াবতী বলেন, দলের ক্ষতি করার জন্য কোনও অনুতাপ নেই আকাশের। এখনও অহঙ্কার দেখাচ্ছেন। তাই বহিষ্কারের পদক্ষেপ। আর এদিন আকাশের প্রতিক্রিয়া: মায়াবতীজি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। ওঁর সিদ্ধান্ত অলঙ্ঘনীয় ও শিরোধার্য। প্রসঙ্গত, ভাইপো আকাশের উপর তাঁর শ্বশুরের প্রভাব এবং এর জেরে বিএসপির ক্ষতি হওয়ার অভিযোগ তুলে চরম পদক্ষেপ নিয়েছেন দলিত নেত্রী।