প্রবল ঝড়-বৃষ্টি মক্কায় (Mecca flood)। বৃষ্টির তীব্রতা ক্রমশই বাড়ছে। আপাতত এই অবস্থার কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। মক্কা ও মদিনার বেশিরভাগ জায়গাতেই সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। জেড্ডা শহরের পরিস্থিতিও উদ্বেগজনক। রাস্তাঘাট জলমগ্ন, এবং গাড়ি, বাস এবং অন্যান্য যানবাহন আটকে পড়েছে।
আরও পড়ুন- কথা রেখেছেন মুখ্যমন্ত্রী, সন্তোষজয়ী ফুটবলাররা পেলেন সরকারি চাকরির নিয়োগপত্র
বিগত কয়েক বছরে সৌদি আরবের আবহাওয়ার পরিস্থিতি বদলেছে। প্রতি বছর বহু মুসলিম হজ ও উমরাহর সময়ে এখানে আসেন। এবার ভয়ঙ্কর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া এমনই প্রতিকূল থাকবে। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ স্কুল-কলেজ। বহু অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই সপ্তাহের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ধুলো ঝড়ের পূর্বাভাস দিয়েছে। একাধিক এলাকায় হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।