শুক্রবার শপথবাক্য পাঠ করাবেন মেয়র গৌতম

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মেয়র পরিষদের শপথবাক্য পাঠের পরেই দফতর বণ্টন হবে, জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। দু’দিন আগেই কলকাতা থেকে শিলিগুড়ি পুরনিগমের পদাধিকারী, মেয়র পারিষদ, বরো সদস্য প্রমুখের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য নেতৃত্ব। এর পরেই বুধবার ফের একবার ডেপুটি মেয়র সোহমের পারিষদ ও পাঁচটি বরো চেয়ারম্যানের তালিকা ঘোষণা করে জানিয়ে দেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। এদিন গৌতম শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল কংগ্রেসের ৩৭ জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে তিনি বলেন, এই মুহূর্তে শিলিগুড়ি পুরনিগমের কমিশনার নেই, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। তাই আগামী শুক্রবার মেয়র পারিষদদের শপথবাক্য পাঠ করাবেন তিনি নিজে। তারপরেই যত তাড়াতাড়ি সম্ভব কমিশনারকে নির্দেশ দিয়েছেন মেয়র পারিষদদের দফতর বণ্টন করে দেওয়ার জন্য। পাঁচজন বরো চেয়ারম্যানের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব। বরো কমিটির চেয়ারম্যান নির্বাচন হবে পরে। তবে আগামী ৮ মার্চ কলকাতায় নজরুল মঞ্চের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরকে বৈঠকে ডেকেছেন। এই বৈঠকের পর এই তৃণমূল কাউন্সিলররা শহরে ফিরে এলেই বরো কমিটির চেয়ারম্যান নির্বাচন হবে। তবে এদিন মেয়র সমস্ত বরো চেয়ারম্যানের বরো অফিসে গিয়ে ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন।

Latest article