প্রতিবেদন : শহরে বেআইনি নির্মাণ ও জলাশয় ভরাট নিয়ে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। মঙ্গলবার ফুলবাগান এলাকার ৩ নং বরোয় প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক শেষে বেআইনি নির্মাণ নিয়ে মেয়র জানালেন, নির্মাণ বেআইনি হলে আইন মেনে আমাকে আটকাতেই হবে। যে কোনও ছোট-বড় নির্মাণের ক্ষেত্রে অনুমতি দেওয়া পুরসভার কাজ। প্ল্যান জমা করুন, অনুমতি দেব আমি। অনুমতি নিয়ে মাথা তুলে কাজ করুন। কেন অবৈধভাবে নির্মাণ করবেন?
আরও পড়ুন-মুক্তোচাষে সাফল্য দেখছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
এদিন ৩ নং বরোর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ফিরহাদ জানান, এখানে বেশ কিছু অঞ্চলে পানীয় জলের সামান্য সমস্যা রয়েছে। ৩৩ নং ওয়ার্ডে ৬ বছর আগে একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হয়েছিল। কিন্তু ওখানে ইদানীং প্রচুর নতুন বাড়ি হওয়ায় জলের সমস্যা শুরু হয়েছে। তাই আরও ৩টি বুস্টার পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এখানে কয়েকটি এলাকায় জমি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ আসছে। বিষয়টি সেচ সচিবকে জানাব। ওই জমি উদ্ধার করে পুরসভার কাজে লাগাতে হবে। পাশাপাশি, পুকুর ভরাট নিয়েও কড়া মনোভাব দেখিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।