প্রতিবেদন : ওয়াকফ (Waqf) আইনের প্রতিবাদে গত সোমবার বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ভাঙড়ের শোনপুর বাজারে। আজ, বৃহস্পতিবার দুপুরে সেই শোনপুর বাজার সরোজমিনে পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড় ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখান থেকে কমিশনার উত্তর কাশীপুর থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আপাতত কোনও বড় জমায়েতের ক্ষেত্রে খুব সতর্কভাবে অনুমতি দেওয়া হবে। খুব বড় জমায়েতের ক্ষেত্রেই আমরা বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছি। কারণ, যারা জমায়েত আয়োজন করছে, একটা সময় পর জমায়েতের উপর তাঁদের নিয়ন্ত্রণ থাকে না। তাই বড় জমায়েতের ক্ষেত্রে কত লোক হচ্ছে, কোত্থেকে লোক আসছে, যেখানে জমায়েত হবে সেই জায়গাটা কতটা সেনসিটিভ; সবদিক খতিয়ে দেখেই অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন-শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে দিঘায়, জগন্নাথ মন্দিরে বৈঠক অরূপের
নগরপাল আরও জানিয়েছেন, পূর্বের ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই পুলিশের তরফে আপাতত এই সাবধানতা অবলম্বন করা হচ্ছে। পরবর্তীকালে টাইম টু টাইম রিভিউ হবে। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ নেই। ছোটখাটো অনুষ্ঠান হচ্ছেই। কোনও সমস্যা হয়নি। তবে বড় জমায়েতের ক্ষেত্রে প্রতিটি বিষয় খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। উত্তর কাশীপুর থানায় এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি অন্য শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিপি মনোজ ভার্মা। প্রসঙ্গত, ভাঙড়ে অশান্তি ছড়ানোর সঙ্গে জড়িত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। মঙ্গলবার রাত পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানা এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই তাঁদের আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।