প্রতিবেদন : শহরে পাক পতাকার কেনাবেচা নিয়ে সতর্কতা জারি করল কলকাতা পুলিশ। ভারত-পাক উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানের পতাকার কারণে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য এবার পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া নজরদারি চালাবে কলকাতা পুলিশ। শনিবার শহরের থানাগুলির সঙ্গে মাসিক ক্রাইম মিটিংয়ে এব্যাপারে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাক পতাকার অপব্যবহারে যাতে সমাজে ঘৃণা ও অশান্তি ছড়াতে না পারে সেজন্য থানাগুলিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন নগরপাল।
আরও পড়ুন-যোগীরাজ্যে তৃতীয় বিয়ের পর নববধূকে পিটিয়ে খুন
কোথায় কোথায় পাকিস্তানের পতাকা তৈরি হয়, কোথায় কোথায় বিক্রি হয়, ক্রেতা কে বা কারা, তা নিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে। এমনকী, যাঁরা এই পতাকা কিনছেন তাঁরা কোন উদ্দেশ্যে কিনছেন, তার তথ্যও দিতে হবে পুলিশকে।