মণীশ কীর্তনিয়া : আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার জয়ী কাউন্সিলরদের সাংগঠনিক বৈঠকে ডাকল দল। আনুষ্ঠানিক ভাবে মেয়রের নাম ঘোষণা করবে দল। পুরভোটে জয়ী কাউন্সিলরদের নিয়ে সাংগঠনিক বৈঠক হবে। ২৩ তারিখ মহারাষ্ট্র নিবাস হলে এই বৈঠক হবে। দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে জয়ীদের দিকনির্দেশ দেবেন। কলকাতা কর্পোরেশন নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব কী ভাবছেন তা সদ্য জেতা কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সেদিন আনুষ্ঠানিকভাবে দল মেয়রের নাম ঘোষণা করবে। বিধানসভা নির্বাচনের পর পুরভোটেও কলকাতার মানুষ বিপুল ভোট দিয়ে কলকাতা কর্পোরেশন পরিচালনার জনাদেশ দিয়েছেন। ফলে দায়িত্ব বাড়ল। এই জনাদেশকে মর্যাদা দিয়ে আগামী দিনে কলকাতাবাসীর পুরপরিষেবার ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে সেই মর্মে নির্দেশ দেওয়া হবে কাউন্সিলরদের। এবারের পুরভোটে ৩৯ জন নতুন মুখের মধ্যে বেশিরভাগই জিতেছেন।
আরও পড়ুন : বড় জয়, বড় দায়িত্ব : ফিরহাদ পেশ হবে রিপোর্ট কার্ড
কাউন্সিলর হিসেবে কীভাবে ওয়ার্ডের কাজ করতে হবে, কীভাবে কর্পোরেশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে, সেসব বিষয় সম্পর্কে তাঁদের জানতে হবে। সব মিলিয়ে ২৩শের বৈঠক থেকেই কলকাতা কর্পোরেশনের চলার অভিমুখ ঠিক করে দেবে দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই জয় মা মাটি মানুষের জয়। আমাদের কাঁধে আরও দায়িত্ব বাড়ল। তিনি আগেই ঘোষণা করেছিলেন, কাউন্সিলরদের অনেক কাজ। স্বভাবতই তাঁদের ২৪x৭ পরিষেবা দিতে হবে জনগণকে। অর্থাৎ এক ফোনেই হাজির থাকেন কাউন্সিলর। অর্থাৎ উন্নয়ন এবং পরিষেবার ক্ষেত্রে কোনও আপস নয়।