প্রতিবেদন : পথনাটিকার মাধ্যমে ডেঙ্গির বিপদ এবং এর প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করা হল ইএম বাইপাস লাগােয়া ১০৯ নম্বর ওয়ার্ডে। জঞ্জাল পরিষ্কারের কাজে হাত লাগালেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) নিজেই। সাধারণ মানুষ সচেতন না হলে কোনওভাবেই ডেঙ্গির বিরুদ্ধে লড়াই করা যাবে না, একথা আগেই বলেছিলেন মেয়র। ফের একবার রাস্তায় নেমে সেই সচেতনতার বার্তাই দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে (Mayor Firhad Hakim)। শনিবার কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে পূর্ব যাদবপুরের পূর্বালোক এলাকায় ডেঙ্গি সচেতনতা প্রচারে ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ও মেয়র পারিষদ ও বিধায়ক দেবব্রত মজুমদার। মশারি, মশার কয়েল-সহ ডেঙ্গি প্রতিরোধের উপকরণ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করলেন তাঁরা।
আরও পড়ুন-ব্যস্ততম রাস্তায় রক্ষণাবেক্ষণে গতি আনতে বিশেষ উদ্যোগ