প্রতিবেদন : দক্ষিণ ও পূর্ব কলকাতায় পরিস্রুত পানীয় জল সরবারহে জোর দিয়েছে পুরসভা। পুরোদমে এগোচ্ছে ধাপার জলপ্রকল্প সম্প্রসারণের কাজ। আগামী বছরের মধ্যেই কলকাতার মধ্য, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও সংযুক্ত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ধাপার নয়া জলপ্রকল্পের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজও ডেডলাইন বেঁধে দিয়ে শেষ করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সপার্ষদ ধাপার জলপ্রকল্পের সেই সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন মহানাগরিক। তাঁর সঙ্গে ছিলেন পুর-কমিশনার ধবল জৈন ও জলপ্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। জলপ্রকল্পের কাজকর্ম ঘুরে দেখে মেয়র জানান, কাজ ভালই চলছে। তবে অনেক শ্রমিক ইদ বা চড়কের জন্য ছুটিতে গিয়েছিলেন। দ্রুত কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।
আরও পড়ুন-বেশি বকবক করবেন না, প্লিজ, শিক্ষা নিয়ে কথা আপনাদের মানায় না
ধাপার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বর্তমানে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হয়। যা সরবরাহ করা হয় যাদবপুর, টালিগঞ্জ, তপসিয়া, তিলজলা, গরফা, মুকুন্দপুর-সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে। কিন্তু গত কয়েকবছরে শহরের এই অংশে জনসংখ্যা বেড়েছে অনেকটাই। ভবিষ্যতে আরও বাড়বে। তাই দিনে ৩০ মিলিয়ন গ্যালন জল পর্যাপ্ত নয়। সেই কথা ভেবেই ধাপার ওই জলপ্রকল্পকে সম্প্রসারণের কাজ শুরু করেছে পুরসভা। যেখানে অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদিত হবে। নতুন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৩২ কোটি টাকা। এই জলপ্রকল্প চালু হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব শহরের কয়েক কোটি মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই নয়া জলপ্রকল্পের বেস বা ভিত তৈরি হয়ে গিয়েছে। ৭৪ জন শ্রমিক দিনরাত সেখানে কাজ করছেন।