বঙ্গ

ধাপার নতুন জলপ্রকল্প, আগামী বছরের মধ্যে কাজ শেষের টার্গেট বেঁধে দিলেন মেয়র

প্রতিবেদন : দক্ষিণ ও পূর্ব কলকাতায় পরিস্রুত পানীয় জল সরবারহে জোর দিয়েছে পুরসভা। পুরোদমে এগোচ্ছে ধাপার জলপ্রকল্প সম্প্রসারণের কাজ। আগামী বছরের মধ্যেই কলকাতার মধ্য, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও সংযুক্ত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ধাপার নয়া জলপ্রকল্পের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজও ডেডলাইন বেঁধে দিয়ে শেষ করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সপার্ষদ ধাপার জলপ্রকল্পের সেই সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন মহানাগরিক। তাঁর সঙ্গে ছিলেন পুর-কমিশনার ধবল জৈন ও জলপ্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। জলপ্রকল্পের কাজকর্ম ঘুরে দেখে মেয়র জানান, কাজ ভালই চলছে। তবে অনেক শ্রমিক ইদ বা চড়কের জন্য ছুটিতে গিয়েছিলেন। দ্রুত কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।

আরও পড়ুন-বেশি বকবক করবেন না, প্লিজ, শিক্ষা নিয়ে কথা আপনাদের মানায় না

ধাপার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বর্তমানে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হয়। যা সরবরাহ করা হয় যাদবপুর, টালিগঞ্জ, তপসিয়া, তিলজলা, গরফা, মুকুন্দপুর-সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে। কিন্তু গত কয়েকবছরে শহরের এই অংশে জনসংখ্যা বেড়েছে অনেকটাই। ভবিষ্যতে আরও বাড়বে। তাই দিনে ৩০ মিলিয়ন গ্যালন জল পর্যাপ্ত নয়। সেই কথা ভেবেই ধাপার ওই জলপ্রকল্পকে সম্প্রসারণের কাজ শুরু করেছে পুরসভা। যেখানে অতিরিক্ত ২০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদিত হবে। নতুন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৩২ কোটি টাকা। এই জলপ্রকল্প চালু হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব শহরের কয়েক কোটি মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই নয়া জলপ্রকল্পের বেস বা ভিত তৈরি হয়ে গিয়েছে। ৭৪ জন শ্রমিক দিনরাত সেখানে কাজ করছেন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

2 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

27 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago